রাজধানীর পূর্ব জুরাইনে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর করেছে বখাটেরা।
আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব জুরাইন হাজী খোরশেদ আলী সর্দার বাড়ি এলাকায় ভিকটিমের পরিবার ভাড়া থাকেন। মাঝে মধ্যে কিশোরীকে ওই এলাকার বখাটে শহিদ, মোস্তাকিম, সান্টুসহ কয়েকজন উত্যক্ত করে আসছিল।
আজ শুক্রবার দুপুরের দিকে ভিকটিম বাসা থেকে বের হলে শহিদ তার ওড়না ধরে টান দিয়ে কেড়ে নেয়। এমন অবস্থায় সে দৌঁড়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে শহিদও তার পিছু নেয়। ভিকটিমের ভাই সানাসহ স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেললে শহিদকে আটকায়। পরে শহিদের পরিবারসহ অন্যান্য লোকজন এর বিচার করা হবে বলে আশ্বাস দিয়ে তাকে নিয়ে যায়।
এরপর বিকেলে কিশোরীর ভাই সানা বাইরে থেকে বাসায় আসার সময় শহিদ, সান্টু, মোস্তাকিমসহ বেশ কয়েকজন তার পথরোধ করে ব্যাপক মারধর করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় কদমতলী থানার কতর্ব্যরত অফিসার বিনয় কুমার রায় বলেন, ঘটনায় অভিযোগ দেয়ার জন্য ভিকটিমের পরিবার থানায় এসেছে। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।