মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন সদস্যরা।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন। এতে কয়েকশ’ চাকরি প্রত্যাশী নার্স অংশ নেন। দাবির পক্ষে অনেকে সেখানে রাতেও অবস্থান করেছেন বলে জানা গেছে।
এদিকে, আগামীকালের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে আমরণ অনশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন সদস্যরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের মতো তাদের কর্মসূচি পালিত হয়। অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসাইন বলেন, কয়েক দিন ধরে কর্মসূচি পালন করলেও সরকারপক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। তাই দাবি আদায়ের জন্য আমরণ অনশন ছাড়া আর কোনো পথ খোলা নেই।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা