গাজীপুরের পূবাইলে ব্রয়লার বিস্ফোরণ থেকে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে পূবাইলের কলেজ গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়দেবপুর স্টেশনের অফিসার হাসিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনাস্থলে গিয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব