বাবার সাথে বিরোধের প্রতিশোধ নিতে অপহরণ করা হয় হাটহাজারীর স্কুল ছাত্র শোয়েব আকতার আপনকে। অপহরণের নয়দিন পর খাগড়াছড়ির গুইমারা থেকে আপনকে উদ্ধারের পর শনিবার নিজ কার্যালয়ে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার।
অভিযানে আপনকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- আন্ত:জেলা অপহরণ চক্রের মূল হোতা নূরউদ্দিন, শিপলু নাথ, অপু দাশ, মো. ওসমান, মো. সোহেল এবং নুরুদ্দীন। এদের মধ্যে অপু দাশ ও ওসমান পেশায় সিএনজি অটোরিক্সা চালক।
আপনের মা জেসমিন আক্তার জানান, ১৩ জানুয়ারি সন্ধ্যার দিকে দু’জন অজ্ঞাতপরিচয় লোক কলিংবেল তার বাসায় ঢুকে। পরে ৭-৮ জন মুখোশপরিহিত দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। তারা জেসমিন আক্তারের মুখ বেঁধে তাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর আপনের হাত, পা ও মুখ বেঁধে তাকে সিএনজি অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন