দেশে উৎপাদিত রপ্তানিযোগ্য পণ্যগুলোকে একই ছাদের নিচে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ব ক্রেতাদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ৩০ জানুয়ারি চালু হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডাব্লিউটিসি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করবেন। আজ বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে দি চিটাগাং চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র (সিসিসিআই) শতবর্ষ উদযাপন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাব্লিউটিসি’র বিস্তারিত তুলে ধরেন সিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম বলেন, ‘ওর্য়াল্ড ট্রেড সেন্টার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে। এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পঞ্চম তলায় দেশে উত্পাদিত পণ্যেগুলো প্রদর্শনীর জন্য ১৩২টি শোকেজ রাখা হয়েছে, যেখান থেকে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দেশি বিদেশি ক্রেতারা এসব পণ্যের অর্ডার করতে পারবেন।’
আন্তর্জাতিক মানের এই ধরনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটি দেশের গর্বের প্রতীক, চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আন্তর্জাতিক ওর্য়াল্ড ট্রেড সেন্টার এসোসিয়েশনের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার শতবর্ষ উদযাপন পরিষদের প্রধাান সংসদ সদস্য ও সাবেক চেম্বার সভাপতি এম এ লতিফ বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই ওর্য়াল্ড ট্রেড সেন্টার দাঁড়িয়ে আছে, যেটা বিজনেস হাব হিসেবে পরিচিত হয়ে থাকে। আমাদের দেশে ব্যবসা-বানিজ্য পরিচালনা সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক মান সম্পন্নভাবে করার জন্য এই সেন্টার নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘ট্রেড সেন্টারে দশতলা থেকে ২০তলা পর্যন্ত পাঁচ তারকা হোটেল চালুর প্রক্রিয়া চলছে, আন্তর্জাতিক একাধিক সংস্থার সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে সিসিসিআই’র পরিচালকরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ