সমাজকল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সমাজসেবা অধিদফতর থেকে অরাজনৈতিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়া হয়ে থাকে। যে কারণে জামায়াত নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়া হয়নি।
জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সোহরাব উদ্দিনের (কিশোরগঞ্জ-২) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরো জানান, সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত কোনো সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে তা তদন্তক্রমে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন