চট্টগ্রামে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক বন কর্মচারি গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুমের উপ-পরিদর্শক মো. জহির জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাইফুল আলম। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা তাকে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ