আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আফরোজা (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, আফরোজা নিজ কর্মস্থলে যাওয়ার পথে নরসিংপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফরোজা ওই এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় অনন্ত অ্যাপারেলস কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। বাসটি ও চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ