খুলনার খালিশপুরে বিহারি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে খালিশপুরের কোহিনুর মোড়সংলগ্ন কলোনিতে অগ্নিকাণ্ড শুরু হয় বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এএসএম কামরুজ্জামান জানিয়েছেন।
আগুন নেভাতে টুটপাড়া ও বয়রা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ