গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে চুমু ও হাতে কামড় দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক মো. আয়নাল হককে (৪৫) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সোমবার দুপুর ১২টার দিকে এ সংক্রান্ত একটি আদেশ এসে পৌঁছেছে।
ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলাহিশ শাফি জানান, রংপুর বিভাগীয় শিক্ষা অফিস থেকে পাঠানো এক পত্রে প্রধান শিক্ষক আয়নাল হককে সাময়িক বরখাস্ত ও বিদ্যালয়ের সব ধরণের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে জাপটে ধরে গালে চুমু ও হাতে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সোমবার থেকে সাময়িক বরখাস্তের আদেশটি কার্যকর হবে।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস চলাকালে শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক আয়নাল হক ওই ছাত্রীকে জাপটে ধরে গালে চুমু ও হাতে কামড় দেন। এ ঘটনায় শনিবার দুপুরে অভিভাবক ও স্থানীয়রা প্রধান শিক্ষক আয়নাল হককে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ