বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড-বিটিসিএলের প্রায় তিন হাজার ওয়ার্কচার্জড কর্মচারী জাতীয় স্কেলে বেতন পেলেও পেনশন সুবিধা বঞ্চিত। এই পেনশন সুবিধা আদায়ে আগামী ২ মার্চ মহাসমাবেশ, পরে আমরণ অনশন, স্থায়ী কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন শ্রমিকরা।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি রুহুল কুদ্দুস তপন। আরও বক্তব্য দেন মহাসচিব তফাজ্জল হোসেন খন্দকার।
তফাজ্জল হোসেন খন্দকার বলেন, সারাদেশে ২ হাজার ৯শ ৭২ জন কর্মচারী রয়েছে। ১৯৯৭ সালে ক্যাজুয়াল থেকে মাস্টাররোলে নেয়া হয়। পরে ২০০৬ সালের ১২ মার্চ ওয়ার্কচার্জড কর্মচারী করা হয়। ওয়ার্কচার্জড কর্মচারী হয়ে আমরা সদ্য ঘোষিত জাতীয় স্কেলে বেতন-ভাতার সুবিধা পেয়ে আসছি। বিটিসিএল কোম্পানি হওয়ায় আমরা জাতীয় স্কেলে বেতন-ভাতার সুবিধা পেলেও কোন পেনশন সুবিধা পাই না।
তিনি অভিযোগ করেন, পেনশন সুবিধা না পাওয়ায় তাদের পরিবার নি:স্ব হয়ে গেছে। যারা অবসরে যাচ্ছেন তাদেরও হতাশায় দিন কাটছে।
বিডি-প্রতিদিন/ ২৯ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন