গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আশরাফুল ইসলাম (২৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ময়মনসিংহের কোতোয়ালি থানার বাবারাপাড়া গ্রামের মৃত আবদুল ছালামের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সোমবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালিয়ে যাওয়ার সশয় অজ্ঞাত একটি বাস আশরাফুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব