কুমিল্লার মনোহরগঞ্জ বাজারের পূর্বপাশ থেকে রিয়াদ হোসেন (৯) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলা সদরের রাজের গড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু রিয়াদ উপজেলা সদরের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার রেস্টুরেন্ট কর্মচারী খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
এনিয়ে গত ৪ দিনে কুমিল্লায় ৪টি শিশু হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সদর দক্ষিণের ঢুলীপাড়া দুই শিশু, রবিবার লাকসামের চুনাতি গ্রামে একজন এবং মঙ্গলবার সর্বশেষ মনোহরগঞ্জ বাজার থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট জানান, লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব