ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলকায় সাগর (২৪) নামের এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে আমিনবাজার টেম্পুস্ট্যান্ড থেকে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, মঙ্গলবার ভোররাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত সাগর মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের ঝড়ু মিয়ায় ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কি কারণে ওই ট্রাক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব