জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার অভিযোগে রংপুরে দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম তার আবেদন মঞ্জুর করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) আব্দুল মালেক জানান, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে হাজির হন মাহফুজ আনাম। তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মোয়েজ্জেম হোসেন চৌধুরীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী। ১০ মিনিট শুনানি শেষে বেলা ১১টা ২৫ মিনিটে জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে আগামী ২৬ মে মামলার পরবর্তী দিন ধার্য করে মামলাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্থানান্তর করেন।
গত ১৫ ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে একশ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক শফিউল আলম সমন জারি করে মাহফুজ আনামকে ১ মার্চ আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব