রাজধানীর ধানমণ্ডি লেক থেকে সুদীপ্ত দত্ত নামে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ধানমণ্ডি থানার ওসি নূরে আজম।
তবে সুদীপ্ত কোন কলেজের ছাত্র বা তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ওসি আরও জানান, তার গায়ে গেঞ্জি ও প্যান্ট ছিল। সারা শরীর ফুলে গেছে; আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। লাশটি কয়েকদিন আগের হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য সুদীপ্তর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৬/মাহবুব