খোঁজ মিলছে না রাজধানীর স্কলাসটিকার ছাত্র মীর সামি মোবাশ্বিরের। গতকাল দুপুর থেকে নিখোঁজ রয়েছেন এ লেভেল প্রথম বর্ষের এই ছাত্র।
জানা গেছে, গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় একটি কাজে যান তিনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১৮৪৮/ ২৯-০২-২০১৬।
এদিকে, সামির খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। বাবা মীর এ হায়াৎ কবির জানান, এখন পর্যন্ত কোনোরকম খবর পাওয়া যায়নি সামির। ইতোমধ্যে থানায় জিডি করেছি।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা