নিখোঁজের দুই দিন পর নিমার্ণ শ্রমিক মো. হাসেমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার দুপুরে বোয়ালখালী খালে নিমজ্জিত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আবদুল মালেক বলেন, ‘নিখোঁজ নিমার্ণ শ্রমিক হাসেমের লাশ উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে টানা দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।’
প্রসঙ্গত, গত রবিবার বোয়ালখালী ও পটিয়া উপজেলার সংযোগকারী মিলিটারি পোল (সেতু) ভাঙার সময় হাসেম গার্ডারের নিচে পড়ে নিখোঁজ হন।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা