চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নিরাপত্তাকর্মীকে মারধর ও নিরাপত্তা তত্ত্বাবধায়কের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকালে লালদীঘির মাঠে যুব সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে কোতোয়ালী মোড়ে চউক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এসময় নিরাপত্তা কর্মী মাহফুজ ও উৎপল আহত হন বলে জানান চউক সদস্য ও স্থানীয় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
তিনি বলেন, ঘটনাটি শোনার পরপরই আমি চউক ভবনে গেছি। ছাত্রলীগের নেতা-কর্মীরা লালদীঘির মাঠের সমাবেশে যাওয়ার জন্যে চউক ভবনের সামনে জড়ো হওয়ার সময় অপ্রীতিকর এ ঘটনা ঘটে। তারা নিরাপত্তা তত্ত্বাবধায়কের টেবিলের কাচও ভাঙচুর করে। তবে এ মুহূর্তে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম দেশের বাইরে রয়েছেন।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ