কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়া এলাকায় চাঞ্চল্যকর জয় ও মনি হত্যায় অভিযুক্ত সৎ ভাই ছোটন কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত ছোটন কুমিল্লার ৯ নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক জানান, ছোটন একাই দুই সৎ ভাইকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ছোটন জানায়, সৎ মা রেখা আক্তার তাদের বাসায় ভাড়া থাকতো। তাকে আমরা বোন বলে ডাকতাম। কিন্তু পরিবারের কাউকে না জানিয়ে সে আমার বাবাকে বিয়ে করে। হত্যার বিষয়ে ছোটন আরও জানায়, তার বাবা ও সৎ মা জেলার ব্রাহ্মণপাড়ায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার সুযোগে দুই সৎ ভাইকে হত্যার পরিকল্পনা করি। দুপুরে চকলেট ও আইসক্রিম কেনার জন্য জয়কে দোকানে পাঠিয়ে প্রথমে মনিকে বালিশ চাপা দিয়ে হত্যার করি, পরে জয় বাসায় ফিরলে তাকেও বিছানায় ঘুমানোর কথা বলে একই কায়দায় হত্যা করি। পরে বাসার বাইরে থেকে তালা লাগিয়ে ঢাকায় চলে যাই।
উল্লেখ্য, পারিবারিক বিরোধের জের ধরে গত শনিবার বিকালে মুদি ব্যবসায়ী আবুল কালামের প্রথম স্ত্রী রোকেয়া বেগমের ছেলে ঢাকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র আল শফিউল ইসলাম ছোটন তার সৎ ভাই স্থানীয় হলিচাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের ১ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান জয় ও একই স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র মেজবাউল হক মনিকে হত্যা করে।
এদিকে পুলিশের একটি টিম মোবাইল ট্র্যাকিং করে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ টুইন টাওয়ারের সামনে থেকে ছোটনকে গ্রেফতার করে মঙ্গলবার কুমিল্লায় নিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ