ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার ভাগবাড়িতে একটি ঝুটের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ৬টায় সরকার মার্কেট এলাকায় ঝুটের গুদামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝুট গুদামের মালিক খাইরুল ইসলাম জানান, আগুনে তাদের ঝুটপট্টিতে থাকা ১৫টি গোডাউনের মধ্যে অন্তত ১২টি গোডাউন ও গোডাউনের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সাভার ও ধামরাই থেকে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে গুদামের ছোট ছোট ১২টি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব