গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় (৩০) একব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব