গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ডায়াবেটিক এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিজঅর্ডার গবেষণা ও পুনর্বাসন সংস্থা (বারডেম) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।
এমএ মান্নান এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব