শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার এটিএম কার্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি পরিত্যক্ত ব্যাগে ওই এটিএম কার্ডগুলো পাওয়া গেছে বলে জানান ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াদুল ইসলাম। খবর বিডি নিউজের।
রিয়াদুল ইসলাম জানান, ওই ব্যাগের মালিক কে, সেটি কীভাবে ওই জায়গায় গেল- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষ কাউকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ, ২০১৬/ রশিদা