চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন আরাফা বেগম (৫০), সুমিতা রানী (২৮) এবং তার মেয়ে সীমা রানী (৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৫ জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার লোহাগাড়া থানাধীন চার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, কুমিল্লা থেকে আসা এশিয়ান লাইন সার্ভিসের একটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এসময় গাড়িটি ফুটপাতে অবস্থানরত পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত হন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ/মাহবুব