রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিযেছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকা সিএমএম আদালতের বিচারক এসএম মাসুদ জামান এ আদেশ দেন।
এর আগে, নাশকতা, হত্যা চেষ্টা ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত এক মামলায় গ্রেফতার দেখিয়ে শওকত মাহমুদকে ৭ দিনের রিমান্ড চান শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার।
এদিন, শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আলম তালুকদার ও সিনিয়র এসি (প্রসিকিউশন) মিরাশ উদ্দিন। অন্যদিকে, শওকত মাহমুদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
মামলার এজহারে বলা হয়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলা ছাড়াও গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ করে নাশকতা চালায় তারা। এ ঘটনায় ওই সময় শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। তখন মামলায় আসামি হিসেবে শওকত মাহমুদের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব