বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
বুধবার বেলা পৌনে ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান।
এর আগে সকালে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র কেনেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য ২৯ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে বিএনপি। ১৯ মার্চ দলের শীর্ষ এ দুই পদে নির্বাচন হবে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন