সিলেট নগরজুড়ে যখন সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তখন প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হলেন এক নারী। নগরীর সোবহানীঘাট মৌবন এলাকায় মঙ্গলবার বিকলে সাড়ে ৩টায় জনসম্মুখে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। কাছ থেকে ছিনতাইর দৃশ্যটি লোকজন প্রত্যক্ষ করলে আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ প্রতিরোধে এগিয়ে আসার সাহস পাননি।
জানা যায়, নগরীর যতরপুর এলাকার বাসিন্দা রিপা আক্তার ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন। মৌবন এলাকায় আসার পর ৩টি মোটর সাইকেলে কয়েকজন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে আগ্নেয়াস্ত্র তাক করে। অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন সেটসহ ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়।
সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রীকান্ত দেবনাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব