রাজশাহী মহানগরীতে ড্রেনের মধ্য থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর হেতেম খাঁ পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকালে ড্রেনের মধ্যে একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ