কমিউনিস্ট পার্টির জনসভায় হামলা, কলেজের জায়গা দখল করে কার্যালয় নির্মাণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে এবার থানায় সাধারণ ডায়েরি করেছেন এক প্রকৌশলী।
গত রবিবার রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-১৩২০।
জিডিতে প্রকৌশলী নজরুল হাকিম অভিযোগ করেন, গত ১৪ মার্চ দুপুর ১২টার দিকে তার অফিস কক্ষে যান নিপু। এসময় তার মনোনীত একটি প্রতিষ্ঠানকে ঠিকাদারী কাজ দেয়ার জন্য চাপ দেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক নয় বলে জানালে নিপু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ছোরা বের করে নাড়িভূড়ি (পাকস্থলী) বের করে প্রাণনাশের হুমকি দেন। এতে ভীতসন্ত্রস্থ হয়ে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান নজরুল হাকিম।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন