নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের করা মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে তারেক সাঈদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন তারেক সাঈদ।
বিডি-প্রতিদিন/ ২২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন