রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৪ জনকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন- আব্দুর রাজ্জাক উমায়ের, ফয়সাল আহম্মেদ, আহমেদ ফজলে আকবর ও আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার ওই ৪ জন আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, এ চারজনের অন্য গ্রুপ বা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং পূর্বের অন্য হত্যার সঙ্গে এরা জড়িত কি না- তা উৎঘাটনের লক্ষ্যে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এসময় আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান দিদার আসামিদের রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৬/মাহবুব