উগান্ডায় মানবপাচার করে প্রতারণার অভিযোগে জাঙ্গাগীর আলম মিন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে ১৭৪টি পাসপোর্ট, ১১০টি ভিসাযুক্ত পাসপোর্টের ফটোকপি ও ১৮টি ভিসার ফটোকপি উদ্ধার করা হয়। অাজ বুধবার সকালে পল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম কিছুদিন আগে টুরিস্ট ভিসা দিয়ে প্রায় অর্ধশত মানুষকে উগান্ডায় পাঠায়। পরে উগান্ডার পুলিশ তাদের আটক করে। আটক করার পর তাদের জেল হয়। জেল থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর র্যাব সদর দফতরে জাহাঙ্গীরের বিরুদ্ধে তারা অভিযোগ করেন তারা। অভিযোগের তদন্ত করে তাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২৩ মার্চ ২০১৬/শরীফ