চট্টগ্রাম মহানগরের সিটি গেইট এলাকা থেকে অস্ত্রসহ শুভাশিষ আচার্য ওরফে টিটু (৪৫) নামে কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি পুলিশের কাছে নিজেকে ‘ইনফরমেশন ওয়ার্ল্ড বিডি ডটকম’ পত্রিকার বার্তা সম্পাদক বলে দাবি করেন। গত মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সিটি গেইট এলাকার চেক পোস্টে একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। টিটু নগরীর চান্দগাঁও থানার আচার্য্য পাড়ার বাসিন্দা।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন টিটু। সিটি গেইট এলাকায় বাস তল্লাশি করা হয়। এ সময় তার কাছে জার্মানির তৈরি একটি পিস্তল পাওয়া যায়। শুভাশিষ নিজেকে ‘ইনফরমেশন ওয়ার্ল্ড বিডি ডটকম’ এর বার্তা সম্পাদক বলে দাবি করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন