সাভারের আশুলিয়ায় সিগারেট আর গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন চালানো হয়েছে এক কিশোরকে। সারা শরীরে নির্যাতনের ব্যাথা নিয়ে এই কিশোর এখন চিকিৎসা নিচ্ছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তার নাম সারোয়ার হোসেন মিষ্টু (১৮)। পেশায় তামা কাঁসা ব্যবসায়ী। সে সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কাইচর নয়াপাড়া গ্রামের মীর সালামের ছেলে। সকালে বাসা থেকে বের হয়ে কাজে যাবার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়।
মিষ্টু জানায়, এ সময় তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে একটি বাসায় আটকে রেখে তার শরীরে সিগারেট আর গরম খুন্তির ছ্যাঁকা দেয় দুর্বৃত্তরা।
মিষ্টুর চাচা আওলাদ হোসেন জানান, স্থানীয় লোকজনের সাথে তার পরিবারের বিরোধ চলছিলো। পারিবারিক বিরোধের জের ধরে পরিবারের সদস্যদের শাসাতে দুর্বৃত্তরা ওই কিশোরকে এই নির্মম নির্যাতন করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, অভিযোগ পেলে জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন