সিনিয়র সাংবাদিক রাহাত খানকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং খুলনা থেকে প্রকাশিক দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার সম্পাদক বেগম ফেরদৌসি আলীকে বাসস পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য রাহাত খানকে অবশিষ্ট মেয়াদ ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বাসসের চেয়ারম্যান পদে নিয়োগ করা হল’।
‘এছাড়া দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল আলমকে অবশিষ্ট মেয়াদ ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বাসস পরিচালনা বোর্ডের পরিচালক নিয়োগ করা হল’।
‘অন্যদিকে বাসস পরিচালনা বোর্ডের সদস্য লিয়াকত আলী ইন্তেকাল করায় তার শূন্যপদে খুলনা থেকে প্রকাশিত দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার সম্পাদক ফেরদৌসি আলীকে অবশিষ্ট মেয়াদ ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বাসস পরিচালনা বোর্ডের পরিচালক নিয়োগ করা হল’।
বিডি-প্রতিদিন/ ২৩ মার্চ ১৬/ সালাহ উদ্দীন