রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড়ের ভাই ভাই আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সকাল সাতটার দিকে একটি অটোরিকশায় করে ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালককে আটক করেছে। তার নাম রনি। সে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মন্ডলের ছেলে।
ধর্ষিতা ওই কিশোরীর আনুমানিক বয়স ১৪ বছর। তার বাড়ি নাচোলের আমনুরা এলাকায়। গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে তার প্রেমিক খোকন তাকে বুধবার বিকেলে রাজশাহীতে ডেকে নিয়ে আসে। ওই কিশোরী রামেক হাসপাতাল বক্স পুলিশকে জানায়, রাজশাহীতে আনার পর খোকন তাকে নিয়ে ভাই ভাই আবাসিক হোটেলে উঠে। এরপর কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর সঙ্গে হোটেলের কর্মচারীরাও জড়িত আছে বলে জানান তিনি।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম বলেন, হোটেলের কর্মচারীদের সহযোগিতায় মেয়েটিকে রাতভর ধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে তার অটোরিকশাতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন