রাজশাহীর চারঘাটে একটি চাকু, একটি ওয়ান স্যুটারগান ও দুই রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি বিএনপির কর্মী মিলনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার রাতে পুলিশ উপজেলার মিয়াপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মিলন বিএনপির কর্মী ছাড়াও সে একজন পেশাদার ছিনতাই চক্রের সদস্য। সে বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নাশকতার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ছাড়াও বিভিন্ন স্থানে অস্ত্র উচিয়ে মারপিট এবং ছিনতাই করে আসছিল। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ