জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী স্বাধীনতা বইমেলা ২০১৬। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে আজ সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এসময় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, চিন্তা, চেতনা ও ভাবনা লেখার মাধ্যমে প্রকাশ পায়। লেখা গ্রন্থাকারে প্রকাশ করলে পাঠকের সঙ্গে লেখকের চিন্তার যোগসূত্র ঘটে। বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবছর তাদের সৃজনশীল কর্মকাণ্ড ও গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি করছেন। উপাচার্য বাংলা বিভাগের গ্রন্থাকারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু দায়েন। স্বাগত বক্তব্য রাখেন বই মেলার আহবায়ক ড. তারেক রেজা।
মেলার আহ্বায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক রেজা জানান, গতবারের বইমেলায় মাত্র ১৮টি প্রকাশনা সংস্থা অংশ নিলেও এবছর প্রায় ৪০টির মত প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের প্রকাশিত বই নিয়ে থাকছে প্রকাশনা উৎসব। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান, সংগঠন, প্রকাশনা সংস্থা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবারের বইমেলায় অংশ নিয়েছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ