ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন নিজামীর স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে যান তারা।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর ১২টার দিকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে তার পরিবারের লোকজন কারাগারে আসেন। পরে তাদের দেখা করা সুযোগ করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন