মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভিভিআইপি ও ভিআইপিদের যাতায়াতে রাজধানীতে নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নির্দেশনায় বলা হয় ওই দিন বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক ও আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনের অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালকদের দুপুর ১২টা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত দিক নির্দেশনাবলী অনুসরণের জন্য অনুরোধ করা হলোঃ
জিরো পয়েন্ট হতে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন সমূহ প্রবেশ করতে পারবে। আহাদ বক্স হতে ইত্তেফাক পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এদিকে আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা হতে ইত্তেফাক অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবেন না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী গণপরিবহন চলাচল করবে না।
এ ট্রাফিক ব্যবস্থাপনার ফলে উক্ত রাস্তা ও এলাকাসমূহে যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হবে উল্লেখ করে ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেছেন ডিএমপি কমিশনার। বার্তায় কমিশনার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ