কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাবি ছাত্র ইউনিয়ন।
মানববন্ধনে রাবির লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শুভ্রা চৌধুরী বলেন, ‘কোনো মেয়েকে ধর্ষণের পর হত্যার ঘটনা সত্যিই ন্যাক্কারজনক। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষিকারাও বিভিন্নভাবে লাঞ্ছিত হন। অন্যায়ের প্রতিবাদ না করায় ধর্ষণের মতো ঘটনা একের পর এক ঘটছে।’
মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমারের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাপস পাল, মেহেদী হাসান, প্রথম বর্ষের ফাতেমা, সাদিয়া, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক ইমন প্রমুখ। বক্তারা তনু হত্যার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/শরীফ