চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাজ্জাদ, আরাবিয়া ও সাহাব উদ্দিন নামে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে কোন কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, বহদ্দার মোড়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ ২০১৬/ এস আহমেদ