কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত একটি কবর ব্যতিত সব অবৈধ স্থাপনা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
শহীদ মিনারের মর্যাদা রক্ষায় জনস্বার্থে এই রিট আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন। ওই রিট শুনানি শেষে জারি করা রুলের নিষ্পত্তি করে আজ এই আদেশ দেন আদালত।
বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৬/মাহবুব