রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচার দাবিতে টানা দশম দিনের মতো ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে রাবি শিক্ষক সমিতি।
এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মহাসমাবেশ করবেন তারা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস চললেও ১০টার পর তা বন্ধ থাকে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ। মিছিলটি ইংরেজী বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে নির্মিত মুকুল মঞ্চে এসে সমাবেশ করে। সমাবেশে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ান হাসিন শতভি বক্তব্য দেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ, প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় কফিন মিছিল করে করে। এক যুগে রাবির চার শিক্ষক হত্যার প্রতিবাদে তারা চারটি কফিন নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘটে যোগ দেয়।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, রসায়ন বিভাগ, বাংলা বিভাগ, প্রাণ রসায়ন ও অনুবিজ্ঞান বিভাগ নিজ নিজ বিভাগের সামনে থেকে মৌনমিছিল বের করে শিক্ষক সমিতির আন্দোলনে সংহতি প্রকাশ করে।
অবস্থান ধর্মঘটে রাবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহ্ বলেন, অধ্যাপক রেজাউল হত্যার মধ্য দিয়ে তার পরিবার একটা অনিশ্চয়তার মধ্যে পতিত হয়েছে। আমরা সবাই আজ আতঙ্কিত। অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করে আমাদের মনের ক্ষোভ, হতাশা ও ভয় দূর করা দরকার।
তিনি আরও বলেন, অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সেলিনা পারভীন, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. তোফাজ্জল হোসন, ভূতত্ত্ব ও খণিবিদ্যা বিভাগের অধ্যাপক খোন্দকার ইমামুল হক, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নীলুফার সুলতানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক মোখলেসুর রহমান, সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক জালাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বাসা থেকে মাত্র ১৫০ গজ দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০২ মে ১৬/ সালাহ উদ্দীন