রংপুর নগরীর সিও বাজার এলাকায় এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক এই তদন্ত কমিটি গঠন করেছেন। তবে একজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। শনিবার দুপুরে বিস্ফোরণে একজন নিহত, ২০ জন আহতসহ যানবাহন, বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ এখনো চলছে।
বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের এডিএম পরিমল কুমার সরকারকে। এছাড়া পুলিশ প্রশাসন, বিস্ফোরক দপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের একজন করে সদস্য নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, নিহতের ঘটনায় এখনো কেউ মামলা করেনি।
এডিএম পরিমল কুমার সরকার বলেন, বিস্ফোরণের ঘটনায় একটি কমিটি করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিস্ফোরণে কাউন্টারসহ ফিলিং স্টেশনে থাকা প্রায় ১৩টি কার ও একটি অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচলকরা একটি যাত্রীবাহী বাসের ক্ষতি হয়েছে। এসময় পার্শ্ববর্তী বাড়ির টিনের চাল, বহুতল ভবনের থাই-জানালা ভেঙে যায়। বিস্ফোরণের ফলে ট্যাংকের উপরে থাকা পাকা অবকাঠামো গুড়িয়ে যায় এবং কিছু লোহার অ্যাঙ্গেল পার্শ্ববর্তী বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরের গাছে গিয়ে আটকে যায়।
বিডি প্রতিদিন/এমআই