নগরীতে সেতারা বেগম নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীর পেটে থেকে ছয়শ' পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার নগরীর একটি রোগ নিরূপনী কেন্দ্রে নিয়ে তার পেটে থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবা না পাওয়ায় তাকে একটি রোগ নিরূপনী কেন্দ্র নিয়ে পাকস্থলী এক্স করানো হয়। এতে পেটে ইয়াবার উপস্থিতি ধরা পরে। পরবর্তীতে বিশেষ কায়দায় ১৫টি পোটলা পেট থেকে বের করা হয়। ওই পোটলাগুলো থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সেতারা বেগম বলেন, ইয়াবা ট্যাবলেট বিশেষ কৌশলে স্কচটেপে মুড়িয়ে জুসের সাথে গিলে ফেলে। অতঃপর ইয়াবাগুলো চট্টগ্রাম ও ঢাকা মহানগরীতে বিক্রয় করে থাকে। এরআগেও সেতারা একাধিক ইয়াবা চালান ঢাকা ও চট্টগ্রামে এনে বিক্রি করেন বলে জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ