নগরীতে পরিতোষ বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লাহ মোড়ের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিতোষের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তারপরও এই মৃত্যুকে গুরুত্বের সাথে দেখছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ