রাজশাহীতে গুলিবিদ্ধ হয়ে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি এম এ নয়ন বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (১) আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আসগর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ঘটনার পর থেকে নয়নকে খুঁজছিল পুলিশ। এরই মধ্যে গত ২৭ এপ্রিল এ মামলায় গ্রেফতার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা জানান, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় আদালতে আত্মসমর্পণকারী নয়নকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকেলে জিয়াউল হক টুকুকে নগর ভবনের সামনে নিজের ব্যবসায়ীক চেম্বারে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৫ এপ্রিল বিকেলে নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতা পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন। তবে এখনও অজ্ঞাত এক আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ