নয় বছর আগে শিশু সৎ ভাইকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুরের একটি আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম (৩৪) পীরগাছা উপজেলার গঙ্গানারায়ণ গ্রামের নজ্জম আলীর ছেলে। অপর দুই আসামি আসাদুলের মা ও খালাকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৫ এপ্রিল সন্ধ্যার পর থেকে আসাদুল ইসলাম তার সৎ ভাই রেজোয়ান আলীকে (৬) অপহরণ করে নিয়ে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে পুকুরের বালুর নিচে লাশ চাপা দিয়ে রাখেন। রেজোয়ানের মা রীনা বেগম বাদি হয়ে একইদিন সন্ধ্যায় আসাদুল ইসলাম, তার মা নসিরন বেগম ও খালা নাজমা খাতুনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। পরেরদিন রেজোয়ানের লাশ উদ্ধারের পর তিন আসামিকেই গ্রেফতার করে পুলিশ। মামলাটি পরে তদন্তের জন্য জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়। ২০০৮ সালের ১৮ জানুয়ারি ডিবি পুলিশের তৎকালীন এসআই আমিনুল ইসলাম তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ